Black adam movie review | ব্লাক এডাম সিনেমা রিভিউ
আজ black Adam সিনেমার রিভিউ নিয়ে একটি লেখা লিখলাম। এখানে থাকছে black Adam সিনেমার সম্পূর্ণ কাহিনী। তাই যে সকল দর্শকেরা এই সিনেমাটিকে হল এগিয়ে দেখতে পারেননি। তারা লেখাটি পড়ে এই সিনেমাটির সার সংগ্রহ করতে পারবেন।
গল্পের শুরুতেই আমরা প্রথমে একটি খুবই দুষ্ট রাজা কে রাজত্ব করতে দেখি। সেখানে এমন একটা সময় ছিল যখন এই শহরটি স্বাধীন ছিল কিন্তু এই দুষ্টু রাজাটি সেখানকার মানুষদের দাসী বানিয়ে নেয়।
এই রাজা টি সেখানকার সকল মানুষকে দিয়ে মাটির মধ্যে খনন করা তো। এর কারণ হলো সে এমন একটি জিনিসের খোঁজেছিল যেটির মাধ্যমে দিয়ে সে অনেক জাদু ও শক্তি পাবে। এই কারণে সে পুরো শহরে নয় গোটা পৃথিবীতে রাজত্ব করতে পারবে। এইজন্য এই জিনিসটির নাম এটার্নিয়াম। এই জিনিসটি দিয়েছে একটি তাজ বানাত এবং তাজ বানিয়ে সে অনেক শক্তির অধিকারী হয়ে যাবে।
তারপর আমরা দেখি যে এখানকার মানুষেরা মাটির খোদাই করছিল খুবই কষ্টে ছিল তারা। কিন্তু আমরা এক দাসীকে দেখি যে একটি এটার্নিয়াম টুকরো খুঁজে পায়। যেদিকে সেখানকার রাজা নিয়ে নে এবং সেটির মাধ্যমে একটি তাজ তৈরি করে নেয়। যেটি পড়লে সে অনেক শক্তির অধিকারী হয়ে যাবে।
এরই মধ্যে আমরা একটি ছোট্ট বাচ্চাকে দেখি যে ওই দুষ্টু রাজাদের বিরুদ্ধে দাঁড়ায় এবং সেই গ্রামবাসীদের বোঝায় যে আমাদের ওই দুষ্টু রাজার বিরুদ্ধে লরা উচিত তাদের সামনে আমাদের মাথা নিচু করাটা উচিত নয়।
তারপর যখন ওই দুষ্টু রাজাকে জানতে পারে যে একটি ছেলে তার বিরুদ্ধে দাঁড়িয়েছে তখন রাজাটি ওই ছেলেটিকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়।
তারপরেই যখন ছেলেটিকে মারতে যাওয়া হবে ঠিক সেই মুহূর্তেই ছেলেটি সেখান দিয়ে অদ্ভুত ভাবে অদৃশ্য হয়ে যায়।
তারপরে আমরা দেখি যে ছেলেটি হঠাৎ করে এমনই একটি জায়গায় চলে আসে যেখানে ছয়টি দেবতা বসে আছে।
দেবতা বলে ছেলেটিকে বলে যে তুমি সাহস দেখিয়েছো সেই জন্য তোমাকে আমাদের ভালো লেগেছে। সেই জন্য তোমাকে আমি এমন একটি শক্তি দেব যেটির মাধ্যম দিয়ে তুমি যখন একটি শব্দ "sazam" বলবে তখনই আমাদের সবাই এর শক্তি তোমার মধ্যে চলে যাবে। তারপর তুমি এতটাই শক্তিশালী হয়ে যাবে যে তুমি ওই দুষ্টু রাজা থেকে হত্যা করতে পারবে।
তারপরে ছোট ছেলেটি তাদের কথা অনুযায়ী সেই রকমই করে সে "sazam" শব্দটি বলে এবং অনেক শক্তিশালী হয়ে যায়।
তারপরও সেই ছেলেটি অনেক শক্তিশালী হয়ে দুষ্ট রাজাটির দুর্গে চলে আসে আর সেই মুহূর্তে ওই দুষ্টু রাজাটি তার তাজটি পড়তে যাচ্ছিল কিন্তু সেই ছেলেটি যে "sazam" শব্দটি বলে অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল সে সেইখানে এসে সবকিছু ধ্বংস করে দেয়। সে সেই মুহূর্তে এতটাই ক্ষিপ্ত ছিল যে সে রাজার সাথে সাথে সেই পুরো শহরটিকে ধ্বংস করে দেয়।
এরপরে দেখানো হয় ৫০০০ বছর পরে যখন সবকিছুই আধুনিক হয়ে গেছে। আমাদেরকে এই শহরটি কি দেখানো হয় যেখানে একটি গ্যাং এর লোকেরা বিভিন্নভাবে মানুষের ওপর অত্যাচার করছে লুঠ করছে এবং পুরো শহরটিকে কন্ট্রোল করে রেখে দিয়েছো। এই গানটার গ্যাং এর একটাই উদ্দেশ্য ছিল তারা সেই তাজ টি খুজছিল যেটি পাঁচ হাজার বছর আগে দুষ্টু রাজাটি তৈরি করেছিল। রাজা টি পাঁচ হাজার বছর আগে মারা গিয়েছিল কিন্তু তার তাজ এখনো কোথাও না কোথাও এই শহরের মধ্যে ছিল।
এরপর আমরা একটি মেয়েকে দেখে যার নাম "অ্যাড্রিআনা" যে এই তাজটিকে খুঁজছিল। এই মেয়েটি পুরনো জিনিস খোঁজার জন্য খুবই এক্সপার্ট ছিল কারণ এই মেয়েটি এক ছিল একটি আর্কিওলজিস্ট।(আর্কিওলজিস্ট তাদেরকে বলা হয় যারা পুরানো জিনিসকে খুঁজে বার করে মাটির নিচে থেকে)
তারপর মেয়েটি অনেক কষ্ট করে একটি গুহার মধ্যে যা তার কয়েকজন বন্ধুর সাথে এবং ওই তাজ টিও খুঁজে নেয়।
এই তাজ খুঁজে পাওয়ার খবর নিয়ে যখন তার সঙ্গী এবং অ্যাড্রিআনা যখন খুশি হয় তখন আমরা জানতে পারি যে তাদের একটা সঙ্গী যার নাম "ইসমাইল" সে ছিল ওই গ্যাং এর সদস্য, যে ওই শহরটি দখল করে রেখেছিল।
এতক্ষন আমরা দেখি যে ইসমাইল তাদের একটা সঙ্গীকে হত্যা করে দেয় এবং তাদের গ্যাংএর সব লোককে এইখানে খবর দিয়ে দেয়। তখন সেই গ্যাংএর লোক গুলো এসে তাকে বলে যে ওই তাজ টি দিয়ে দিতে কিন্তু সেই মুহূর্তে অ্যাড্রিআনা নিচের দিকে তাকিয়ে দেখে যে কিছু লেখা আছে। যখন সে ওই লেখাটি পড়ছিল তখন তার মুখ দিয়ে বেরিয়ে যায় "সাজাম"
তখন সেখানে ব্ল্যাকএডাম এসে যায় এবং সেখানে থাকা সব গুন্ডা গুলোকে একের পর এক হত্যা করে দেয়। আর সেখানে থাকা ইসমাইল যে ওই গুন্ডা গুলোর সাথেই ছিল সে ওইখানে মরে যাবার নাটক করে।
যেহেতু এখানে অ্যাড্রিআনা ব্ল্যাক এডাম কে জাগিয়েছিল তাই ব্ল্যাক এডাম অ্যাড্রিআনাকে কিছুই করে না সে সেখান থেকে চলে যায়। ব্ল্যাক এডাম বাইরে বেরিয়ে সেখানে দেখে যে অনেক লোক তার অপেক্ষা করছে বাইরে বেরোবার এবং সেখানকার দুষ্কৃতীরা তার ওপর আক্রমণ করে দেয় কিন্তু ব্ল্যাক এডাম এখানে অনেক শক্তিশালী ছিল তাই সে সব গুন্ডাদের সেখানে ই মেরে দেয়। কিন্তু তাদের মধ্যে একজন ব্ল্যাক এডাম এর উপর etarnium দিয়ে আক্রমণ করে দেয় তারফলে তার ফলে এখানে ব্ল্যাক এডাম অজ্ঞান হয়ে যায়।(এখানে আমরা জানতে পারি যে ব্ল্যাক এডাম এর দুর্বলতা হলো etarnium)
এটা দেখে অ্যাড্রিআনা অনেক অস্থির হয়ে যায় এবং সে ব্ল্যাক এডাম কে নিজের বাড়িতে নিয়ে আসে।
তারপর ব্ল্যাক এডাম যখন তার হুস এ আসে তখন তার সামনে অ্যাড্রিআনার ছেলে ছিল। অ্যাড্রিনর ছেলে তাকে বলে যে সে ওই গুহার ভিতর পাঁচ হাজার বছর ধরে ছিল এবং যেহেতু এখন ব্ল্যাক এডাম আবার ফিরে এসেছে তাই তাদের কাছে ব্ল্যাক এডমি হল দেবতা। এবং ব্ল্যাক ব্ল্যাক এডাম তাদেরকে এই শহরের গুন্ডাদের হাত থেকে বাঁচাতে পারে। এখানে ব্ল্যাকেডাম বলে যে সে পাঁচ হাজার বছর ধরে সেই গুহার ভেতরে ছিল আর এখন সেটি তার শহর না তাই সে এই শহরকে বাঁচাবার জন্য কোন রেসপন্সিবল নয়।
এই কথা বলে ব্ল্যাক ব্ল্যাক এডাম ঘর থেকে বেরিয়ে যায় এবং এই শহরটিকে দেখতে থাকে।
তারপর আমরা দেখি যে এখানকার মানুষেরা মাটির খোদাই করছিল খুবই কষ্টে ছিল তারা। কিন্তু আমরা এক দাসীকে দেখি যে একটি এটার্নিয়াম টুকরো খুঁজে পায়। যেদিকে সেখানকার রাজা নিয়ে নে এবং সেটির মাধ্যমে একটি তাজ তৈরি করে নেয়। যেটি পড়লে সে অনেক শক্তির অধিকারী হয়ে যাবে।
এরই মধ্যে আমরা একটি ছোট্ট বাচ্চাকে দেখি যে ওই দুষ্টু রাজাদের বিরুদ্ধে দাঁড়ায় এবং সেই গ্রামবাসীদের বোঝায় যে আমাদের ওই দুষ্টু রাজার বিরুদ্ধে লরা উচিত তাদের সামনে আমাদের মাথা নিচু করাটা উচিত নয়।
তারপর যখন ওই দুষ্টু রাজাকে জানতে পারে যে একটি ছেলে তার বিরুদ্ধে দাঁড়িয়েছে তখন রাজাটি ওই ছেলেটিকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়।
তারপরেই যখন ছেলেটিকে মারতে যাওয়া হবে ঠিক সেই মুহূর্তেই ছেলেটি সেখান দিয়ে অদ্ভুত ভাবে অদৃশ্য হয়ে যায়।
তারপরে আমরা দেখি যে ছেলেটি হঠাৎ করে এমনই একটি জায়গায় চলে আসে যেখানে ছয়টি দেবতা বসে আছে।
দেবতা বলে ছেলেটিকে বলে যে তুমি সাহস দেখিয়েছো সেই জন্য তোমাকে আমাদের ভালো লেগেছে। সেই জন্য তোমাকে আমি এমন একটি শক্তি দেব যেটির মাধ্যম দিয়ে তুমি যখন একটি শব্দ "sazam" বলবে তখনই আমাদের সবাই এর শক্তি তোমার মধ্যে চলে যাবে। তারপর তুমি এতটাই শক্তিশালী হয়ে যাবে যে তুমি ওই দুষ্টু রাজা থেকে হত্যা করতে পারবে।
তারপরে ছোট ছেলেটি তাদের কথা অনুযায়ী সেই রকমই করে সে "sazam" শব্দটি বলে এবং অনেক শক্তিশালী হয়ে যায়।
তারপরও সেই ছেলেটি অনেক শক্তিশালী হয়ে দুষ্ট রাজাটির দুর্গে চলে আসে আর সেই মুহূর্তে ওই দুষ্টু রাজাটি তার তাজটি পড়তে যাচ্ছিল কিন্তু সেই ছেলেটি যে "sazam" শব্দটি বলে অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল সে সেইখানে এসে সবকিছু ধ্বংস করে দেয়। সে সেই মুহূর্তে এতটাই ক্ষিপ্ত ছিল যে সে রাজার সাথে সাথে সেই পুরো শহরটিকে ধ্বংস করে দেয়।
এরপরে দেখানো হয় ৫০০০ বছর পরে যখন সবকিছুই আধুনিক হয়ে গেছে। আমাদেরকে এই শহরটি কি দেখানো হয় যেখানে একটি গ্যাং এর লোকেরা বিভিন্নভাবে মানুষের ওপর অত্যাচার করছে লুঠ করছে এবং পুরো শহরটিকে কন্ট্রোল করে রেখে দিয়েছো। এই গানটার গ্যাং এর একটাই উদ্দেশ্য ছিল তারা সেই তাজ টি খুজছিল যেটি পাঁচ হাজার বছর আগে দুষ্টু রাজাটি তৈরি করেছিল। রাজা টি পাঁচ হাজার বছর আগে মারা গিয়েছিল কিন্তু তার তাজ এখনো কোথাও না কোথাও এই শহরের মধ্যে ছিল।
এরপর আমরা একটি মেয়েকে দেখে যার নাম "অ্যাড্রিআনা" যে এই তাজটিকে খুঁজছিল। এই মেয়েটি পুরনো জিনিস খোঁজার জন্য খুবই এক্সপার্ট ছিল কারণ এই মেয়েটি এক ছিল একটি আর্কিওলজিস্ট।(আর্কিওলজিস্ট তাদেরকে বলা হয় যারা পুরানো জিনিসকে খুঁজে বার করে মাটির নিচে থেকে)
তারপর মেয়েটি অনেক কষ্ট করে একটি গুহার মধ্যে যা তার কয়েকজন বন্ধুর সাথে এবং ওই তাজ টিও খুঁজে নেয়।
এই তাজ খুঁজে পাওয়ার খবর নিয়ে যখন তার সঙ্গী এবং অ্যাড্রিআনা যখন খুশি হয় তখন আমরা জানতে পারি যে তাদের একটা সঙ্গী যার নাম "ইসমাইল" সে ছিল ওই গ্যাং এর সদস্য, যে ওই শহরটি দখল করে রেখেছিল।
এতক্ষন আমরা দেখি যে ইসমাইল তাদের একটা সঙ্গীকে হত্যা করে দেয় এবং তাদের গ্যাংএর সব লোককে এইখানে খবর দিয়ে দেয়। তখন সেই গ্যাংএর লোক গুলো এসে তাকে বলে যে ওই তাজ টি দিয়ে দিতে কিন্তু সেই মুহূর্তে অ্যাড্রিআনা নিচের দিকে তাকিয়ে দেখে যে কিছু লেখা আছে। যখন সে ওই লেখাটি পড়ছিল তখন তার মুখ দিয়ে বেরিয়ে যায় "সাজাম"
তখন সেখানে ব্ল্যাকএডাম এসে যায় এবং সেখানে থাকা সব গুন্ডা গুলোকে একের পর এক হত্যা করে দেয়। আর সেখানে থাকা ইসমাইল যে ওই গুন্ডা গুলোর সাথেই ছিল সে ওইখানে মরে যাবার নাটক করে।
যেহেতু এখানে অ্যাড্রিআনা ব্ল্যাক এডাম কে জাগিয়েছিল তাই ব্ল্যাক এডাম অ্যাড্রিআনাকে কিছুই করে না সে সেখান থেকে চলে যায়। ব্ল্যাক এডাম বাইরে বেরিয়ে সেখানে দেখে যে অনেক লোক তার অপেক্ষা করছে বাইরে বেরোবার এবং সেখানকার দুষ্কৃতীরা তার ওপর আক্রমণ করে দেয় কিন্তু ব্ল্যাক এডাম এখানে অনেক শক্তিশালী ছিল তাই সে সব গুন্ডাদের সেখানে ই মেরে দেয়। কিন্তু তাদের মধ্যে একজন ব্ল্যাক এডাম এর উপর etarnium দিয়ে আক্রমণ করে দেয় তারফলে তার ফলে এখানে ব্ল্যাক এডাম অজ্ঞান হয়ে যায়।(এখানে আমরা জানতে পারি যে ব্ল্যাক এডাম এর দুর্বলতা হলো etarnium)
এটা দেখে অ্যাড্রিআনা অনেক অস্থির হয়ে যায় এবং সে ব্ল্যাক এডাম কে নিজের বাড়িতে নিয়ে আসে।
তারপর ব্ল্যাক এডাম যখন তার হুস এ আসে তখন তার সামনে অ্যাড্রিআনার ছেলে ছিল। অ্যাড্রিনর ছেলে তাকে বলে যে সে ওই গুহার ভিতর পাঁচ হাজার বছর ধরে ছিল এবং যেহেতু এখন ব্ল্যাক এডাম আবার ফিরে এসেছে তাই তাদের কাছে ব্ল্যাক এডমি হল দেবতা। এবং ব্ল্যাক ব্ল্যাক এডাম তাদেরকে এই শহরের গুন্ডাদের হাত থেকে বাঁচাতে পারে। এখানে ব্ল্যাকেডাম বলে যে সে পাঁচ হাজার বছর ধরে সেই গুহার ভেতরে ছিল আর এখন সেটি তার শহর না তাই সে এই শহরকে বাঁচাবার জন্য কোন রেসপন্সিবল নয়।
এই কথা বলে ব্ল্যাক ব্ল্যাক এডাম ঘর থেকে বেরিয়ে যায় এবং এই শহরটিকে দেখতে থাকে।
Black adam movie review
এরপর আমরা একটা মহিলাকে দেখি যার কাজ ছিল এই পৃথিবীতে আসা বিভিন্ন রকম সুপার হিরো এবং সুপার ভিলেন কে দমন করে রাখা এবং পৃথিবীর সন্তুলন বজায় রাখা। যার ফলে পৃথিবীর কোন ক্ষতি হবে না এবং সাধারণ মানুষেরও কোনো ক্ষতি হবে না।
মহিলাটি এখানে একটি সুপার হিরো "hawkman" এর সাথে কথা বলছিল। মহিলাটি তাকে বলেন যে ব্ল্যাক অ্যাডাম ফিরে এসেছে এবং তাকে যদি নিয়ন্ত্রণে না করা যায় তাহলে সে আগের মত আবার এবারেতেও ধ্বংসলীলা শুরু করবে। যদি ব্ল্যাক এডাম কে না থামানো যায় অথবা যদি ব্ল্যাক এডাম কোন কারনে পাগল হয়ে যায় তাহলে তাকে দমন করা একদম ইম্পসিবল।মহিলাটির এইরকম কথা শুনে hawkman রাজি হয়ে যায় ব্ল্যাক এডাম কে থামানোর জন্য এবং সে তার একটি টিম ও তৈরি করে। তারপরে hawkman ও তার টিম মিলে ব্ল্যাক এডাম কে থামানোর জন্য চলে যায়।
এইদিকে ওই গ্যাং টির কিছু লোক অ্যাড্রিনা এর বাড়িতে চলে যায় কারণ তারা জানত যে ওই তাজ টি তার কাছেই আছে। তারপর যখন ওই গ্যাং এর লোক গুলো অ্যাড্রিনা এবং তার ছেলেকে মেরে ফেলতে যাচ্ছিল তখন সেখানে ব্ল্যাক এডাম চলে আসে আর তাদের সবাইকে এক এক করে মেরে দেয়।
কিন্তু সেখানে কিছু লোক তখনও ছিল যাদেরকে ব্ল্যাক এডাম মারছিল ঠিক সেই সময় hawkman ও তার টিম ব্ল্যাক এডাম এর সাথে লড়াই করতে লেগে যায়। এখানে বিষয়টি উল্টোই হয়ে যায় এখানে জাস্টিস সোসাইটি আর ওই গ্যাং টির লোক মিলেও ব্ল্যাক এডাম এর কিছু করতে পারে না। তারপর সেখান থেকে ব্ল্যাক এডাম চলে যায়।
তারপর hawkman এর টিম যার নাম জাস্টিস সোসাইটি সে অ্যাড্রিআনার এসে সাহায্য চায় সে বলে যে সে যেন সাহায্য করে ব্ল্যাক এডাম কে ধরার জন্য। কিন্তু এখানে অ্যাড্রিনা বলে যে তোমরা তখন কোথায় ছিলে যখন আমাদের ওপর অত্যাচার হচ্ছিল তোমাদেরকে তো আমি কখনো আগে দেখিনি। একমাত্র ব্লাক অ্যাডাম এ ছিল যে তাদেরকে বাঁচিয়েছে যখন তারা মৃত্যুর সামনে ছিল।
এখানে hawkman বলে যে যাকে তোমরা ভালো বলছ সে এই শহরটিকে ৫০০০ বছর আগে ধ্বংস করে দিয়েছিল। তারপর তাদের এই কথা শুনে রাজি হয়ে যায় তাদের সাথে যাওয়ার জন্য এবং অ্যাড্রিনা তাদেরকে ব্ল্যাক এডাম এর কাছে নিয়ে আসে। যাতে তারা একে অপরের আলোচনা করতে পারে এবং তাদের লড়াই যেন নিজেদের মধ্যেই শেষ হয়ে যায়।
ঠিক সেই মুহূর্তে ইসমাইল অ্যাড্রিনা এর বাড়িতে যায় এবং ওই তাজটি খুঁজতে থাকে কিন্তু যখন সে তাজ পায় না তখন সে সে অ্যাড্রিনা এর ছেলেকে নিয়ে চলে যায়। কিন্তু এই মুহূর্তে অ্যাড্রিনার ছেলে অনেক চালাকির সাথে তার মাকে ফোন করে দেয় এবং বলে যে সে কিডন্যাপ হয়ে গেছে। আর তাকে ইসমাইলি কিডন্যাপ করেছে। তাই অ্যাড্রিনা এই মুহূর্তে খুবই সমস্যায় পড়ে যায় তাই সে ব্ল্যাক এডাম ও জাস্টিস সোসাইটির কাছে সাহায্য চায়।
তার কথা শুনে সবাই রাজি হয়ে যায় এবং অ্যাড্রিআনার ছেলেকে খুঁজতে চলে যায়, সব থেকে প্রথমেই হকম্যান সেই গ্যাং টির ২ জন মেম্বারকে ধরে নিয়ে আসে। তাদেরকে মারধর করার পর তারা বলে যে ছেলেকে ইসমাইল মরুভূমির মাঝখানে একটি জায়গায় নিয়ে গেছে।
যখন ব্ল্যাক এডাম ও জাস্টিস টিম সেখানে পৌঁছায় তখন তারা দেখে যে ইসমাইল অ্যাড্রিনা এর ছেলের মাথার ওপর বন্দুক ধরে আছে। আর এইখানে ইসমাইল একটি গোপন কথা বলে যে যে গুন্ডা গুলো এই শহরের উপর অত্যাচার করছে তাদের সবাই এর লিডার হল এই ইসমাইল। তারপর ইসমাইল বলল যে অ্যাড্রিনা তুমি যদি তোমার ছেলেকে বাঁচাতে চাও তাহলে ওই তাজ টি আমাকে দিয়ে দাও। তার কথামতো অ্যাড্রিনা তার ছেলেকে বাঁচাবার জন্য ওই তাজটি ইসমাইলকে দিয়ে দেয় কিন্তু তার সত্বেও ইসমাইল তার ছেলের উপর গুলি চালিয়ে দেয়।
কিন্তু এখানে ব্ল্যাক এডাম এটি দেখে তার শক্তি দিয়ে অ্যাড্রিনার ছেলেকে বাঁচিয়ে নেয় আর তার যে শক্তি ছিল সেই শক্তি দিয়ে ইসমাইলকে ছাই করে দেয়।
তারপর ব্ল্যাক এডাম এখানে হকম্যান কে ডেকে একটি কথা বলেন যে "আজ থেকে পাঁচ হাজার বছর আগে যে দুষ্টু রাজা ছিল তার বিরুদ্ধে যে কথা বলেছিল সে ছিল তার ছেলে, যখন ওই দুষ্টু রাজাটি তার ছেলেকে বলি দিতে যাচ্ছিল তখন তার ছেলে সেই মুহূর্তে অদ্ভুত ভাবে অদৃশ্য হয়ে যায়। যেহেতু তার ছেলেটি অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল সেটি দেখে ওই দুষ্ট রাজাটি অনেক ক্ষিপ্ত হয়ে যায় তাই তারা ব্ল্যাক এডাম অথবা বলতে পারো ওই ছেলেটির বাবাকে বন্দি করে নেয় এবং তাদের ওপর অনেক অত্যাচার করা এরকম অত্যাচার হয় তো কোন পশুর ওপরও করা হয় না। তারপর ওই দুষ্টু রাজা টির লোকগুলো ব্ল্যাক এডাম এর স্ত্রীকে মেরে ফেলে। তারপর যখন তারা ব্ল্যাক এডাম কে মারতে যাবে ঠিক সেই সময় তার ছেলে চলে আসে অনেক দৈবিক শক্তি নিয়ে। এবং সে তার বাবাকে বাঁচিয়ে নে আর তার মধ্যে যে শক্তিটি ছিল সেই শক্তিটি সে তার বাবাকে দিয়ে দেয় কিন্তু ঠিক সেই মুহূর্তেই সেই দুষ্টু রাজাটি লোকগুলো এসে ওই ছেলেটিকে মেরে দেয়।
এই সময় ব্ল্যাক অ্যাডাম এতটাই রেগে ছিল যে সে মুহূর্তেই ওই দুষ্টু রাজাটির কাছে যায় এবং তার মধ্যে এত শক্তি ছিল যে সে তার সব শক্তি দিয়ে ওই রাজাটাকে মেরে দেয় এবং সে তার শক্তি টিকে কন্ট্রোল করতে পারছিল না তাই তার না চাওয়ার সত্ত্বেও এই শহরটি ধ্বংস হয়ে যায়।
তার এই রকম করার ফলে যে দেবতাগুলি তার ছেলেকে এই শক্তিতেই দিয়েছিল তারা তাকে এই গুহার মধ্যে বন্দি করে রেখে দেয় কয়েক হাজার বছর।
যেহেতু তার কারণে আগেও অনেক কিছু ধ্বংস হয়েছে আর এখনো অনেক কিছু ধ্বংস হয়েছে তাই সে তার শক্তিটা বর্জন করতে চায়। এরপর ব্লাক এডাম একটি শব্দ বলে "sazam" এবং সে একটি সাধারন মানুষ হয়ে যায়। কাছে এই মুহূর্তে তো কোন শক্তি ছিল না কিন্তু যখন সে "sazam" শব্দটি বলবে তখন তার কাছে সব শক্তি চলে আসবে। এরপর ব্ল্যাক এ্যাডাম hawkman কে আরেকটি অনুরোধ করেন যে সে যেন এমনই করে যেন সে আর ওই শব্দটির না বলতে পারে যেটি দিয়ে সে অনেক শক্তির অধিকারী হয়ে যায়।
তারপর হক ম্যান ব্ল্যাক এডামকে নিয়ে জলের নিচে এমনই একটা জায়গায় যায় যেখানে ব্ল্যাকমকে একটি তরল জিনিসের মধ্যে রাখা হয় ও তার মুখের মধ্যে এমনই একটি যন্ত্র লাগিয়ে দেওয়া হয় যেটি দিয়ে ব্ল্যাক ম্যাডাম আর যেন কথা না বলতে পারে।
এরপর আমরা ইসমাইলকে দেখি যে মৃত্যুর পর নরকে চলে গিয়েছিল, এখানে ইসমাইল জানতো যে যদি তাকে শক্তি পেতে হয় তাহলে ওই তাজ টি তাকে হাতে নিতে হবে এবং তাকে যেন সেই মুহূর্তেই কেউ মেরে দেয়। এর ফলে সে নরকে আসতে পারবে এবং নরকের রাজার সাথে দেখা করতে পারা আর সে অনেক শক্তির অধিকারী হয়ে যাবে। এই জন্যই ইসমাইল ব্ল্যাক এনামের সামনে অ্যাড্রিনাএর ছেলেকে মারার চেষ্টা করা যাতে ব্ল্যাক তাকে মেরে দেয়।
এরপর এই নরকের দেবতা ইসমাইলকে অনেক শক্তি দিয়ে দেয় আর ইসমাইল আগের মত ছিল না। তার নাম হয়ে যায় এখন সাবাক। তারপর সবাক এই পৃথিবীতে চলে আসে এবং এখানে এসে সবকিছু ধ্বংস করে দেয়ার চেষ্টা করে।
এই কথাটি যখন জাস্টিস সোসাইটি জানতে পারে তখনই তারা সাবাকের কাছে চলে আসে যুদ্ধ করার জন্য কিন্তু এখানে সাবাক ছিল অনেক শক্তিশালী তাই জাস্টিস সোসাইটির কেউই তাকে হারাতে পারে না আর এখানে জাস্টিস সোসাইটির মধ্যে একজন ছিল যার নাম dr.fate সে তার শক্তি দিয়ে তারই মত অনেক প্রতিবিম্ব সৃষ্টি করে এবং সাবাকের সাথে লড়াই করে কিন্তু তাকে হারাতে পারে না।
এরপর সবাই বুঝে যায় যে তাদের কারো পক্ষেই এই সাবাককে হারানো সহজ নয় তাই dr.fate তার শক্তি দিয়ে ব্ল্যাক এডাম এর সাথে কথা বলে এবং ব্ল্যাক আডাম যেখানে বন্দী ছিল সেই দরজাটি খুলে দেয় dr.fate তার শক্তি দিয়ে।
ওইখান থেকে বেরিয়ে ব্ল্যাক এডাম ওখানে থাকা কিছু সৈনিকদের মেরে যখনি সে বাইরে আছে সে তখন "সজাম"বলে আর তারপরেই তার কাছে সব শক্তি আগের মত অবস্থায় চলে আসে। এরপর ব্ল্যাক এডাম একটুকু সময় নষ্ট না করে সে সঙ্গে সঙ্গে সবাক এর কাছে যায়।
এইদিকে ব্ল্যাক এডাম আসার আগে জাস্টিস সোসাইটির টিমের লোকেরা সা্বাকের সাথে লড়াই করছিল কিন্তু তাদের টিমের মধ্যে একজন লড়াই করতে করতে মারা যায়।
এইখানে হকম্যান যখন সাবাকের সাথে লড়াই করছিল তখন ঠিক সেই মুহূর্তেই এখানে ব্ল্যাক এডাম চলে আসে। আর তারপর এইখানে ব্ল্যাক অ্যাডাম আর সাবাকের মধ্যে একটি ভয়ানক যুদ্ধ হয়। এরপর যুদ্ধ করতে করতে ব্ল্যাক এডাম সাবাকের মাথার সিং টাকে ধরে সাবাকের দুই টুকরো করে দেয়।
এরপর আস্তে আস্তে শহরের মধ্যে শান্তি চলে আসে এবং শহরের মধ্যে যে দানবগুলো এসেছিল নরক থেকে তারা সবাই হাসতে হাসতে ছাই এ পরিণত হয়ে যায়। যার ফলে ওই শহরের লোকেরা এখন ব্ল্যাক এডাম কে তাদের ঈশ্বর এর জায়গা দিয়ে দিয়েছিল।
এরপর আমরা দেখি যে সেই মহিলাটি যে জাস্টিস টিম এর লিডার সে ব্ল্যাক অ্যাডামের সাথে একটি ডিভাইসের মাধ্যমে কথা বলে সে বলে যে সে এখানে এই শহরে যাই করুক না কেন সে যেন এই শহর থেকে বাইরে না যায়। আর এখানে ওই মহিলাটি এটিও বলেন যে যদি এই শহরের বাইরে যাওয়ার চেষ্টা করে তাহলে এটি তার পক্ষে খুবই খারাপ হবে। কারণ হতে পারে এই পৃথিবীর কেউ ই হয়তো তাকে কিছু করতে পারবে না। কিন্তু তাদের কাছে এমন একজন আছে যে পৃথিবীর নয়। মহিলাটির এই কথা শুনে ব্ল্যাক এডাম অনেক রেগে যায় আর সেই ডিভাইসটিকে সেখানে ধ্বংস করে দেয় আর তারপর চারদিকে ধোঁয়া হয়ে যায় আর সেই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আছে। আমাদের সকলের পছন্দের সুপারম্যান।
(সমাপ্ত)
Black adam box office collection.
DAYS | COLLECTION |
---|---|
Day 1 | $26,688,324 |
Day2 | $23,712,485 |
Day 3 | $16,603,514 |
Day 4 | $4,502,706 |
Day 5 | $5,453,792 |
Tags:
Movie explain in Bengali