স্কুল জীবনের হারিয়ে যাওয়া প্রেম - ছোট্ট একটা প্রেমের গল্প - sad love story in Bengali

"স্কুল জীবনের হারিয়ে যাওয়া প্রেম"

Sad story Pic, Sad story status bangla, স্যাড লাভ স্টোরি, sad story bangla sms, broken love story bangla, স্যাড স্টোরি, কষ্টের লাভ স্টোরি, ইমোশনাল লাভ

তুই না হয় আমার কাছে সেই স্কুলের স্কার্ট পরা ক্লাস ৬ এর ছোট্ট সুন্দরী আমার পছন্দের মেয়েটা হয়ে থাক। যাকে আমি দেখার জন্য প্রতি দিন টিফিনে ঠিকই সেই স্কাস ৬ এর সামনে গিয়ে হাজির হতাম।আর অনেক ভিরের মধ্যে খুজে বেরাতাম সেই স্কার্ট পরা ছট্টো মেয়েটার সেই চেনা মুখ টা।

হ‍্যাঁ দেখতে পেয়েছি ওই তো, ওই তো সে ক্লাসরুম এর ভিতর থেকে আমাকে দেখচ্ছে। কি অসাধারণ সুন্দর সেই মুখ, ভগবান অনেক যত্নে বানিয়েছেন তোকে তাইতো তোকে মুগ্ধ হয়ে সুধু দেখেই যেতাম। আর কোনো দিন কিছু বলতেই পারিনি কারণ জানতাম না যে কি বলতে হয় তবে এটা বলা যেতে পারে যে তুই খুব সুন্দর। তোখন আমি ক্লাস ৮ এ তখন আমি ঠিক বুঝতে পারতাম না এই টানটাকে কি বলে, কেন তোকে বারে বারে দেখতে ইচ্ছে করে। এটা কেই যে ভালোবাসা বলে বুঝেছিলাম ক্লাস ৯ এ ওঠার পরে একটি বাংলা প্রেমের গল্প পড়ে। তার পরে পড়াশোনার চাপ বাড়ে কিন্তু তারপরেও আমি ঠিকই তোকে দেখতে যেতাম আগের মতো করে ঠিক এভাবে করে বোর্ড এর পরীক্ষা চলে এলো ।

তার পরে আমার পরীক্ষার শেষে ছুটি পড়ে যায় আর তোকে দেখা হয় না দুমাস। তার পরে আমার ক্লাস ১১ ভর্তি হলাম । তারপর আবার তোকে দেখলাম অনেকদিন পর আরো বেশি সুন্দরী দেখতে লাগছিল তোকে ঠিক যেমন সূর্যের দিকে মুখ করে থাকা সূর্যমুখী ফুলের মত লাগছিল তোর মুখটি। আবার পড়ার চাপে ক্লাস ১২ চলে আসলো. তখন তুই ১০ এ পরিস এখনো তো স্কার্ট পরে আসিস না এখন শাড়ি পড়ে আছিস কত বড় লাগে তোকে। ৮ থেকে ১২ পর্যন্ত তোকে বলার চেষ্টা করে ছিলাম কিন্তু পারিনি। আর এক বার আমি বলতে গিয়েছিলাম 3rd floor এ আমি তোর নাম ধরে ডেকে ছিলাম। আর তুই আমাকে দেখে ক্লাস এ চলে গেলি। আর ওই দিনটা ছিলো আমার স্কুল জীবন এর শেষ দিন।

তোর মনে আছে আমাদের প্রথম দেখা।তোর আড়চোখে আমাকে দেখা। হয়ত তোর আমাকে পছন্দ নয়। না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমার কাছে তুই সেই স্কুলের স্কার্ট পরে আসা আমার স্বপ্নে রাজকন্যা। যাকে আমি কোনদিন হারাতে চাইনি নিজের কাছে আগলে রাখতে চেয়েছিলাম। কিন্তু হঠাত যে কোথায় হারিয়ে গেলি আর খুজে পেলাম না। যেখানেই থাকিস ভালো থাকিস! যদি কোনদিন পিছনে ফিরে তাকাস তাহলে দেখবে আমি এখনো সেই ঠিক চেনা জায়গায় চেনা সময়ে দাঁড়িয়ে তোর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। আমি আজও শুধু তোকে চাই তোর মত কাউকে না। তুই আমার প্রথম দেখা মেয়ে যেখানে ভালোবেসে ছিলাম এবং তুই আমার শেষ ভালোবাসা।

..... ইতি তোর class এর বয়রে দাঁড়িয়ে থাকা ক্লাস ৮ এর ছেলে টা l❤️u so much.

লেখক - চন্দন পল্যে

1 Comments

  1. খুব সুন্দর একটি স্কুল জীবনের কাহিনী ।
    আশা করি সকল পাঠকের ফেলে আসা দিনের কথা মনে করাবে

    ReplyDelete
Previous Post Next Post