চুইংগাম গিলে ফেলা কতটা বিপজ্জনক? What happens if you swallow gum?

চুইংগাম গিলে ফেলা কতটা বিপজ্জনক? What happens if you swallow gum?

চুইংগাম খেতে অনেকেই হয়তো ভালোবাসেন। আবার অনেকেই সারাদিন মুখের মধ্যে চুইংগাম রাখেন মুড ঠিক করার জন্য। আবার অনেকে হয়তো চুইংগাম চেবান মুখের jaw-line এর এক্সারসাইজ করার জন্য।

যেমন তেঁতুল বীজ গিলে ফেললে সেটি পেটের মধ্যে গাছ হওয়ার সম্ভাবনা যেমন এখনো পাওয়া যায়নি তেমনি চুইংগাম গিলে ফেললে সেটি আপনার পেটের মধ্যে আটকে যাবে অথবা সেটি হজম হবে না এরও কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। সাধারণত চুইংগাম তৈরি হয়, চিনি ফ্লেভার , গাম বেস , প্রিজারভেটিভস,আর রং তাছাড়া চুইংগাম এ emulsifier, resin, elastomer দিয়ে।

হতে পারে আপনি কোন কারনে অসাবধানতায় চুইংগাম গিলে ফেললেন। তবে এ ক্ষেত্রে আপনাকে চিন্তিত হওয়ার কোন বিষয় নয় কারণ চুইংগাম একটি সিন্থেটিক জিনিস হলেও এটি মলের মাধ্যমে বেরিয়ে যায়। আবার অনেকেই হয়তো শুনে থাকবেন যে চুইংগাম হয়তো আপনার পেটে সাত বছর থাকতে পারে কিন্তু এটি সম্পূর্ণই ভুয়ো কথা। কারণ চিনির মধ্যে থাকে গাম বেস, রং, চিনি এছাড়াও কয়েকটি কেমিক্যাল তাই চুইংগাম গিলে ফেলার কিছু ঘন্টা পর আমাদের পরিপাকতন্ত্রে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে হজম হয়ে যায় ও সেটি মলের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়।
হয়তো আপনি এটা ভাবতে পারেন যে কোনো কারণে হয়তো চুইংগামটি গলার মধ্যে আটকে গেল কিন্তু এই সম্ভাবনাটি খুবই কম কারণ চুইংগাম খুবই কম আঠালো হয় তাই চুইংগাম গলার মধ্যে আটকে যাওয়ার কোন সম্ভাবনা নেই।

তবে হয়তো আপনাদের অনেকের মধ্যেই শিশুদের ক্ষেত্রে এ বিষয়টি নিয়ে চিন্তা গ্রস্ত হতে পারেন তবে আপনাদের জেনে নেওয়া উচিত হেলথ লাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে যে বড়দের মতো শিশুদেরও এটি কোন ক্ষতিকর জিনিস নয়, যদি আপনি চুইংগাম একটি বা দুটি গিলে ফেলেন। কিন্তু যদি আপনি অনেকগুলি চুইংগাম একসাথে গিলে ফেলেন তাহলে সেটি আপনার পাকস্থলীতে গিয়ে ব্লকেজ সৃষ্টি করতে পারে। যার ফলে আপনার পাকস্থলীতে থাকা খাদ্যগুলো ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্র পৌঁছাতে পারবে না আর এটিও হতে পারে যে অসাবধানতায় চুইংগাম গিলে ফেলার ফলে শ্বাসকষ্ট ও হতে পারে তাই আপনার শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। তবে শিশুদের ক্ষেত্রে চুইংগাম না খাওয়াই ভালো কারণ শিশুদের ক্ষেত্রে চুইংগাম গিলে ফেলার সম্ভাবনাটা বেশি।

Post a Comment

Previous Post Next Post