"স্কুল জীবনের হারিয়ে যাওয়া প্রেম"
তার পরে আমার পরীক্ষার শেষে ছুটি পড়ে যায় আর তোকে দেখা হয় না দুমাস। তার পরে আমার ক্লাস ১১ ভর্তি হলাম । তারপর আবার তোকে দেখলাম অনেকদিন পর আরো বেশি সুন্দরী দেখতে লাগছিল তোকে ঠিক যেমন সূর্যের দিকে মুখ করে থাকা সূর্যমুখী ফুলের মত লাগছিল তোর মুখটি। আবার পড়ার চাপে ক্লাস ১২ চলে আসলো. তখন তুই ১০ এ পরিস এখনো তো স্কার্ট পরে আসিস না এখন শাড়ি পড়ে আছিস কত বড় লাগে তোকে। ৮ থেকে ১২ পর্যন্ত তোকে বলার চেষ্টা করে ছিলাম কিন্তু পারিনি। আর এক বার আমি বলতে গিয়েছিলাম 3rd floor এ আমি তোর নাম ধরে ডেকে ছিলাম। আর তুই আমাকে দেখে ক্লাস এ চলে গেলি। আর ওই দিনটা ছিলো আমার স্কুল জীবন এর শেষ দিন।
তোর মনে আছে আমাদের প্রথম দেখা।তোর আড়চোখে আমাকে দেখা। হয়ত তোর আমাকে পছন্দ নয়। না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমার কাছে তুই সেই স্কুলের স্কার্ট পরে আসা আমার স্বপ্নে রাজকন্যা। যাকে আমি কোনদিন হারাতে চাইনি নিজের কাছে আগলে রাখতে চেয়েছিলাম। কিন্তু হঠাত যে কোথায় হারিয়ে গেলি আর খুজে পেলাম না। যেখানেই থাকিস ভালো থাকিস! যদি কোনদিন পিছনে ফিরে তাকাস তাহলে দেখবে আমি এখনো সেই ঠিক চেনা জায়গায় চেনা সময়ে দাঁড়িয়ে তোর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। আমি আজও শুধু তোকে চাই তোর মত কাউকে না। তুই আমার প্রথম দেখা মেয়ে যেখানে ভালোবেসে ছিলাম এবং তুই আমার শেষ ভালোবাসা।
..... ইতি তোর class এর বয়রে দাঁড়িয়ে থাকা ক্লাস ৮ এর ছেলে টা l❤️u so much.
লেখক - চন্দন পল্যে
খুব সুন্দর একটি স্কুল জীবনের কাহিনী ।
ردحذفআশা করি সকল পাঠকের ফেলে আসা দিনের কথা মনে করাবে